জানি হয়তোবা ,হবেনা দেখা l
পুরানো সেই দিনগুলো স্মৃতি মাখা l
যেমন সময় যায় ঘড়ির কাঁটায়,
স্মৃতি তেমন ভাসে জীবন খাতায় ll
হয়তো আবার আসবে সেই দিন-
ব্যস্ততা যখন হবে বিলীন l
নববর্ষের গান বাজবে আবার,
কিছু গান রেখে নববর্ষের স্মৃতি-
শুরু হোক নতুন করে আবার ll
শুভ নববর্ষ ......