শুধু যন্ত্রনায় বিষ ঢাললে আবার
বাতাসের গন্ধে আজ l
আবর্জনাও হয়েছে উন্মুক্ত
ডাস্টবিনের সেইযে ,
জ্বলন্ত সিগারেটটা ,
তা এখন নেভার উপক্রম l
আগুন আর জ্বলছেনা বুকে
শুধু নিভছে শিলার গোত্রান্তরে ll
আজ আবার বারুদে চলল
অবহেলিত হৃদপিন্ডটা l
হয়তো নিজেকে আবার-
খুঁজে পাব l
হয়তো বুঝতে পারব
অসুবিধাটা কোথায়,
পাকস্থলী না মাথায় ?