বাড়ছে তবুও বিলুপ্ত
পারদের ওঠানামা l
যন্ত্রনা থেকে মুক্তির,
পথ প্রদর্শক শুধু একজন l
বারুদের স্তূপে যাদের হাত
কামড়ে ছিঁড়ে ফেলে -
কালো হাত তাদের ,
সেই আমি l
যার পরিচয় ফুটপাত,
আর খাদ্য, খাদকের উচ্ছিস্ট l
চার পদ তার বন্ধু
এপেন্ডিক্স যার বিলুপ্ত-
সেই আমি l
সেই আমি,আমিত্তে গড়ছে ইমারত,
বাড়ছে গান্ধীবাদী কাগজ l
হাতের বদলে কাঁটা চামচের খোঁচায়-
হাসছে যারা সেও আমি l
শুধু বিশ্বাস করো-
সেই বিভেদ নামক প্রাচীরটা
আমার সৃষ্টি নয় l
আমি যাতে হেলানদিয়ে
রাতের তারা গুনি !
আর তৃ ষ্না মেটাই
ফাঁকা হাওয়া খেয়ে l
আমি সেই কালো মানুষটা ll