না হয় আমি দধীচি হলাম,
নে গুনে তুই বুকের হার l
বজ্র হানিস কুকুরকে দিস,
যেমন খুশি করিস ব্যবহার l
না হয় আমি নদী হলাম,
পাগল পারা রূপ হলো তার l
বন্য নামাস তেষ্টা মেটাস,
যেমন খুশি করিস ব্যবহার l
যেমন খুশি তেমন বানা,
তোর মন চায় যা l
শুধু যখন বৃষ্টি হবো,
আড়াল খুঁজিস না ll