হয়তো সন্ধ্যা নামতে পারে
হয়তো চোখ বন্ধ l
হয়তো কেউ বাসবে ভালো
হয়তো গানের ভক্ত l
হয়তো আবার জাগবে আশা
পাকস্থলী শূন্য l
হয়তো আমার ভালোবাসা
তোমার কাছে বন্য l
হয়তো বোঝা টানতে হবে
বুঝবেনা জানি কখনো l
সত্য বলতে ভয় পাই তাই
ভালোবাসি এখনো l
হয়তো আকাশ তোমার সাথে
আমার জন্য ক্ষতি l
এক পলকে শুধুই তুমি
সম্বল তোমার স্মৃতি l