আবার অরন্যে তোর হাসি-
সহ্য করা দায় ছিল l
টলটলে জলের তলানি
আবার নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে,
পলকহীন মীন রাশির দল l
ঠান্ডা জল জ্বলছে মনের ভেতর,
চটকে বিহব্বলতা
উন্মুক্ত হয় কৌমার্যের জলে,
সাতরিয়ে নদী পার হতে
সময়ের ব্যবধান l
আবার সিস্টলে অক্সিজেনের অভাব l
কার্বন পুরছে বুকের ভেতর,
জ্বলছে আগুন চোখ থেকে,
ভাসছে স্মৃতি কৌমার্যের জলে ll