বাক্সবন্দি আমার মনকে
আজ উল্লাসিত করতে পারছিনা l
বারবার তোমার চেতনায়
জ্বলে উঠল আরেকটা সিগারেট l
শুধু আহ্লাদিত হয়ে-
এক কাপ চায়ে চুমুক দিতেই
চোখটা বন্ধ হয়ে এলো l
এক অচেনা কোনো ব্যক্তির
হাতছানিতে আমার
রক্তাঙ্গন হয়ে উঠল আরো তীব্রl
সেই কালো ধোঁয়াতে-
আজো আমি অজানা পথিক l
নতুন বর্ষ এলো ঠিকই
কিন্তু আমি আজও
নতুন হবার প্রবণতায়-
লেখে ফেলি আরেকটা কবিতা l
কলমের ঠোঁট দিয়ে ll