আমি তোমার কালো মনের
একটু অন্ধকার চেয়েছি l
যেখানে গড়ে উঠবে-
এক নতুন সভ্যতা l
গড়ে উঠবে অচেনা পদধ্বনি l
নূপুর যখন বাজবে ,
অন্ধকার আরো উঠবে চেঁচিয়ে l
মাটির গন্ধ তখন পূরবে
সমাজের বুকে l
আবার জমবে নিকোটিন সেইখানে,
যেখানে তোমার বাস l
আমি অন্ধকারে এখনো
দেখেফেলি এক
জ্বলন্ত অগ্নিপিন্ড l
ঠিক আগের মতই ll