পিচ্ রাস্তায় আবার একাকী,
তোর কথা মনে পড়তেই
সামনের গাছ থেকে
ঝড়ে পড়ল পাতা l
উত্তরের হালকা হাওয়া
তখন চুমু খাচ্ছিল-
নোনা ধরা দেওয়াদের গায়ে l
দগ্ধ শরীরে তালগাছের
মাথাটাও মনে হলো-
কারোর অপেক্ষায় l
দুপা এগোতেই আমাকে-
বাধাদেয় এক অপরাধ বোধ l
গ্রাস করতে থাকা -
আমার অস্তিত্বকে l
অত্যান্ত ভয়ে চোখ বন্ধ....
পুরোনো স্মৃতির হাত ধরে
আবার চলতে থাকি ,
একাকী একইভাবে ll