গর্জে তোমার বুকের ভেতর
আজো জ্বলছে সুখ,
বারুদের সমুদ্রে জ্বলছে
দেখো শুধু তোমার মুখ l
সকাল এখন অনেক দেরি
পচন আজ হৃদয়ে,
পাকস্থলী শূন্য প্ৰায়
দগ্ধ অ্যালকোহলে l
দূরে থাকো সেটাই ভালো
পারছিনা এড়াতে,
বাক রূদ্ধ শ্বাস রূদ্ধ
স্মৃতির পারা বারে l
তুমি কাছে এলে আমি
হয়ে যাই উন্মত্ত,
তুমি দূরে গেলে আমি
তাতেই হই শান্ত l
তুমি আমার কেউনা
জানিনা তুমি কে,
কেন দিচ্ছ যন্ত্রনা
আবার আমাকে....
বুঝিনা কিছুই পাগোল আমি
এটা সত্য ধারনা,
যেই হও বন্ধ করো খেলা
আর পারছিনা ll