যখন দৃষ্টির অগোচর থাকো
তখন মনে হয় ----
তুমি কত সহজ l
চোখ বন্ধ করলেই
তুমি যেন দিপ্তীমান হয়ে ওঠো l
আমার ভেতরে এক
অচেনা উদ্দিপনা,
যেন তোমাকে ঝাপসা করে দেয় l
তখন তোমাকে ভালোবাসি,
কথাটা কতো ছোট্ট মনে হয় l
এক দূরহ বেদনায়
চলতে থাকে ---
ভালোবাসার অভিনয় l
গোপনে লেখেফেলি
সিমানাহীন প্রেম পত্র ll