তোমার সেই মনেপরা
দিনগুলোর কাছে,
আজো কৃতঘ্ন l
যখন গীটারটা হারায় সুর,
তখন বারবার মনে করার চেষ্টায়-
আবার নতুন করে,
নিজেকে পাবার যন্ত্রণা-
তুমি বুঝবেনা রাই l
নতুন করে ভাবতে
চাইনা আর l
শুধু পুরোনো দিনের কাছে,
আজও হাত পেটে
বর্তমানকে বুঝেছি l
আবার হাত ধরার পালা শেষে-
হাত পড়ল তোমার দেওয়া
লাল গোলাপটার উপর l
আজ সেটা পচে গলে
রূপ নিয়েছে
এক জীবন্ত জীবাশ্মের l
আর যন্ত্রনা ঠিকড়ে বেরচ্ছে
পচা গন্ধ রূপে l
ঠিক তোমার মতো ll