সেই রাজপথে দিনরাত,
সৃষ্টিতে অপঘাত,
জ্বলছে আবার আগুন l
শূন্যতা কামড়ায়,
সময়ের অপচয়,
পান থেকে খসলে চুন l
কেউবা দেয় বাঁশ,
মরে চাষি বারোমাস,
ক্ষিপ্ত মেজাজ আজ তার l
রাজা বলে ডাকে সবে,
আন্দাজে কলোরবে,
ভাড়াকরা লোক আছে তার l
রাজপাট বড়ো ঠাট,
পেরোয়না চৌকাঠ,
গর্জনে বিষ্ফোরন l
আছে বোম রাইফেল,
ফেসবুকে আছে মেল,
রাজকীয় সন্মেলন l
এইভাবে চলে দেশ,
কবে হবে অবশেষ,
ছানাবড়া প্রগতির চোখ l
শৈশব কাঁদে খুব,
বাবা বলে শুধু চুপ,
রাজার জয় হোক ll