যদি মন কথা বলে,
তবে সৃষ্টি নেয়
এক নতুন কবিতার l
কিন্তু আজ বোবার রূপ নিয়েছে l
আর যন্ত্রনাগুলো -
ঠিকরে বেড়িয়ে আসে ,
অপার্থিব মরিচীকার কাছে l
মরিচীকা হয়তো বাস্তবতার রূপে-
আবার আড়াল করছে আমাকে l
শুধু খামে বন্ধ কিছু কুয়াশার-
বন্ধুত্ব গ্রহন করলাম l
আর বুঝলাম শুধু কবিতা নয়,
বরং ভালোবাসি গাছ থেকে
পড়ে যাওয়া পাতা,
পাথর আর নীল আকাশকে l