দুঃখ আমাৱ মনেৱ ভেতৱ,
বুকের ভেতর ছাই l
তোর সুবাদে ক্লান্ত আমি,
অশ্রু কিনে খাই l
কখোন আবার টাইমবোমে,
সময় দেখে ফেলি l
মটোর বাইক ছেড়ে আবার ,
বারুদ স্তুপে চলি l
পাগল আমি সবাই জানে,
একটু আনমন l
সুযোগ পেলে চটকে মগজ
হইযে বিস্ফোরন l
ফাটবো যখন সবার মাঝে,
বলবে সবাই চুপ l
আমার ডোল আমিই বাজাই ,
যে যা ভাবার ভাবুক l
আমার মতো চলবো আমি,
তোমরা কি আমার সাথে ?
মা বলেছে সন্তান যেন ,
থাকে দুধে ভাতে l
তাইতো আর চিন্তা কিসের,
যেমন খুশি লেখি l
খাতা আমার শেষ তবুও,
কলম হয়নি বিক্রি l