কেনো করলে এরকম ?
ধ্রুবতারা আজও বিমর্ষ
তোমার চোখের তারায়-
সে হয়েছে আরো উজ্জল l
দীপ্তময় জীবন থেকে
ছিঁড়ে নিয়েছে,
একমুঠো নোনা জলের কাদা l
কেনো করলে এরকম ?
উদাসিনতায় আবার...
পাঁজর ভাঙার শব্দে ,
আচমকায় ভেঙে যায় ঘুম l
স্মরনে তোমার হাসিকেও
আজ করেছি আবদ্ধ l
আজো বুকের গহব্বরে
সেই হাসির অভাবে-
আবার বলে ফেলি,
কেনো করলে এরকম ?