সন্ধ্যা ঘনিয়ে রাতের আকাশ,
ঘরে ফিরছে পাখি
আস্তে আস্তে l
আমি বিষণ্ণ মনে
তোর হাতটি ধরি
হয়তো স্বপ্ন দেখব বলে l
জোনাকীর সুর,
বাজছে মনে,
একাকী জলাধারে,
সঙ্গে তুই স্নিগ্ধতা নিয়ে
প্রেমের প্রশ্রয়ে l
জয় বলে ডাক
তোর মুখ থেকে
শিহরিত সময় l
চল দাঁড় টেনে যাই
তুই আর আমি
মেঘে ভেলা ভাসাই l