শীতল তম রাতে ,
নাম নাজানা কাব্যে ,
রাত্রি নামে চুপে ,
তোকে পরে মনে l
হৃদয়ের কোন কোনাতে,
চর্চিত কোন বিকেলে ,
ফাঁকা ফাঁকা মিটিংএ ,
স্মৃতি খোজে তোকে l
হিমেল হাওয়ার ফাঁকে-
তোকে খুজি মাঝরাতে l
তোর বিরহ , বেদনা ,
এতটা ছলনা l
কথাটো ছিলনা
তোকে যে পাবনা l
একি অবুজ যন্ত্রনা l
ছায়া যদি হয় ললনা ,
একি তোর ছলনা ,
মাটিতে ফেলনা ,
হৃদয়ের যতনা l
আলোহীন তোর এই ছায়া l
খুঁজে ফিরি ছায়াপথ l
ফিরে এসো কবিতায় ll