এই সময় ডাকছে পিছু
একই অবস্থায়,
এই সময় ঝাপসা আকাশ
ঘন কুয়াশায় l
তবু বুকের ভেতর কান্না আর..
চলে যাওয়া সুর মেশে অন্তরায় l
নীল খামেতে মেঘের চিঠি
আজো কাঁদছে একাই ,
নিরবে কষ্ট আবার পাঠাই
সেই ঠিকানায় l
তবু মনের ভেতর কালো মেঘে..
একলা পথিক চলে যন্ত্রনায় l
দমকা হাওয়ায় উড়ছে স্মৃতি
সময়ের বিছানায় ll