যখন আকাশ ক্লান্ত হয়ে
চারদিক হয় কালো,
তখন তুমি আমার পাশে
থাকলে পরে ভালো l
নদীর পারে সেই গাছটা
আমাদের ছিল সাথে ,
কত স্বপ্ন কল্পনাতে
নকসীকাঁথার মাঠে l
দিনগুলো আজ বইয়ের পাতায়
মারছে উঁকি দেখো l
বন্ধু তুমি কোথায় আছো ?
বুঝতে পারি নাকো l
বসির মিয়াঁ সুবল বোস
জাত পাতের লড়াই ,
গাছটা তবু একই আছে
দেখ হাসছে অযোথাই l
মাঝখানেতে বিশাল প্রাচীর
এপার ওপার বাংলা l
এক হবার স্বপ্ন শেষে
বিদায় নেবার পালা ll