কখনো মনে হয়
হাতের দেওয়াল দিয়ে
সময়কে আটকে ধরি l
কখনো মনে হয়
বিষাদ ভুলে
তোর ছবি আঁকি l
কখনো মনে হয়
চলে যাই শুঁকতারার টানে l
কখনো মনে হয়
ফিরে আসি
দিগন্তের পানে l
কখনো মনে হয়
আমার হৃদয়
শেকলেতে আছে বাধা l
কখনো মনে হয়
বাঁচাল রাতের কাছে
বিনস্ট সব কবিতা l
কখনো মনে হয়
একা থাকা স্তব্ধ রাত l
কখনো মনে হয়
পিচ্ছিল পেনসিলে
কেটে যাক বারো মাস l