কখনো নীল আকাশের
শামিয়ানায় তোমার
কল্পনার মুখটা
আবার ভেসে উঠল ।
তবুও স্পর্শকাতরতা
বারবার কটাক্ষ হানে
গহীন চেতনে l
বাম পকেটের নিচে -
তোমার জন্য রাখা
কিছু স্বপ্ন আজও
রয়েছে অক্ষত l
স্বভাব-কবি বলেছ আজকে l
তবু চেতনার বিষাক্ত মন-
হারায় তোমার কণ্ঠস্বরে ।।