কখন আকাশ থেকে
পড়ল পাতা একটি
যেটা ছিল অবশিস্ট l
তবুও কাটছে যারা
বিশ্বব্যপী গড়ছে ইমারত
বোঝেনা তাদের কষ্ট l
করছে পুজো জামাই ষষ্ঠি
বট পাঁকুর বিয়ে
কিংবা পর্বে আছে l
আদিম ছিল যখন তারা
ফল মূল আহার আর
বাস পর্বত মাঝে l
গাছ কেটে তারা অষ্টরম্ভা
আছে ব্যাঙ্ক ব্যলেন্স আর
অনেক টাকার খেল l
অক্সিজেন আজ বিলুপ্ত দেখ
সিলিন্ডারে বায়ু খুঁজে
তাদের ফিরবেনা আক্কেল ?
শূন্য আজ বন জঙ্গল
কাঁদছে তারা মৃত্যু আগে
করছে ডাকা ডাকি l
তবুও আজ চায়ের চুমুকে
শিক্ষক শেখায়
আতাগাছে তোতাপাখী l