মনের আকাশে
চাঁদ নামে
পাখিরা ঘরে
ফিরে যায়,
মনকোনে মেঘ জমে রয় l
এ সময় অসময়
দাঁড়ায় এসে কোথায় l
জানি না আসবে কিনা
সময়ের এই আঙিনায়,
মনকোনে মেঘ জমে রয় l
আসবে একদিন
আসবে আবার
মনকে বোঝানোকি যায় ?
তবুও পিছুটান
বিষাক্ত স্মৃতির
জীর্ন অবস্থায়,
মনকোনে মেঘ জমে রয় l