আজকাল দিন রাত
মন শুধু ভাবে
একা থাকা যন্ত্রণা
তোর অভাবে l
এই পাশ ওই পাশ
নেই ঘুম বলে
বিষাক্ত মন আজ
সাপের ছোবলে l
ফিরে আসা কালো রাত
আমার বুকে
মনে পড়ে আজ কেন
আবার তোকে l
নেই তুই আমি জানি
একা রাতে শুই
তোর কথা ভেবে আজ
হাসে ফেংসুই l
মনে পড়ে বিচ্ছেদে
তোর প্রলাপ
ডায়রীর ফাঁকে আজো
সেই গোলাপ l
সেই রাত সেই দিন
মন নর্দমায়
তোর ভালোবাসা আজ
বিলুপ্ত প্রায় l