তবুও ঘুম ভাঙ্গেনি এখনো
সকালের রোদ যখন
গালে চুম্বন করছিল
তখন জানলার পাশে
ক্যাকটাসের মুখে হাসিতে
আমিও হেসে ফেললাম..

ঘড়িতে তখন সাতটা পনেরো
বিছানা পাশে হাতদিতেই
দেখি তোমার পড়ে থাকা
কিছু মুহুর্ত মনে পড়ে গেল I

প্রতিদিনের মত আজও
টেবিলের উপর থেকে
বাসি মালা সরিয়ে
তোমার ছবিতে
টাটকা মালা পরালাম l