নীল রোদের শামিয়ানায়
জ্বলছিল সবুজ পাতার--
উপর বসে থাকা শিশির বিন্দুটি l
মাতাল হাওয়ার বুক থেকে
শব্দ আছড়ে পরছিল
কর্দমক্ত মাটিতে l
উত্তরে হাওয়ায় কে যেন
ডেকে উঠল জয় নাম ধরে l
পেছন ফিরতেই শুনলাম
গাছে বাতাসের হাসি..
আবার শুরুহল
লুকোচুরি খেলা.....
পরিবেশ আর আমি
মেতে উঠলাম আবার
অনেক দিন পরে
প্রান ভোরে নিঃশ্বাসে
তারাই সঙ্গী হল.....