এ শহরে বৃষ্টি যবে নামে
এ শহরে আগুন কথা বলে,
এ শহর ক্ষোভের বাস
এ শহরে এটাই বার মাস l
এ শহর কাঁদায় আমাকে
এ শহর দগ্ধ জল চোখে,
এ শহর মুক্ত কবে হবে
এ শহর জন্ম সন্ত্রাসে l
এ শহর ভালোবাসা চায়
এ শহর সুরে যে মাতায়,
এ শহর একই অবস্থায়
এ শহর আজ অসহায় l
এ শহর প্রেম বেচতে চায়
এ শহরে টাকা কথা বলে,
"এ শহরে গোলাপ ঝড়ে যায়
এ শহরে ক্রমাগত এটা চলে l"