আকাশ আমায় ডাকছে আবার
ডাকছে মাঠ ঘাট
না পাবার যন্ত্রনা আজ
পেড়িয়ে চৌকাঠ l
পুরছে স্মৃতি মনের ভেতর
আজ অসময়
পচা দেহ জ্বলছে আবার
সময়ের বিছানায় l
তবু আমি মুক্ত হয়ে
একলা পথের পথিক
এলকহলে পাই যে খুঁজে
তোমার জন্ম তারিখ l
তোমার কাজল চাঁদে দেখি
একাকি রাস্তায়
কালো মেঘ দেয়যে বাধা
একই অবস্থায় l
তবুও মন শান্তনা দেয়
আকাশ অনেক বড়
ঠিক তেমনই তুমি আমি
আর দূরত্ব l