দরজাটা বন্ধ হলো
জলের নিস্তব্ধতা
আবার শুরু হলো
ঝিঁঝিঁদের কন্ঠস্বর..
রাত তখন তিনটে
একাকী ছাদের কোনে
লুকোচুরি খেলছে
চাঁদের আলো..
আকাশ তখন বিমুর্ত
চাঁদকে কোলে তুলে
শোনাচ্ছে ঘুমপারানিয়া গান
মেঘেরাও শুনছে
রাতে জলের শব্দ.
আর আমি সেই চাঁদে
তোমাকে দেখতে পেলাম..