কখনো মনের ভেতর থেকে
বারবার তোমার প্রতিস্রুতি
দেখে চলেছি একটানা
নীল খামে তখন রক্তের দাগ
পচা গোলাপ সেও বিমর্ষ
ডাইরীর ফাঁকে..
তোমাকে দেখার প্রবনতা
আজো মনের এক কোনে
জ্বলন্ত দেশলাইয়ের মত
দগ্ধময় আগের মতই..

ছুঁয়ে থাকা কাঁচের গ্লাসে
দিনদিন জমতে থাকে
অভিশপ্ত নিকোটিন
আবার তোমাকে হারালাম...