যখন প্রমানের পালা শেষ
তখন খুব বাজে ভাবে
মুখ ফেরালে তুমি.
কষ্টগুলো জমতে জমতে
ভয়ানক হয়ে উঠছে.
পাকস্থলী শুন্যপ্রায়.
তোমার সাথে কাটানো মূহুর্ত
এক একটা পাহাড়.
তোমার গান এখনো শুনি
আর কল্পনায় বলে উঠি
"তোমার হাতটা একবার
ধরব সোনা?"