জলে বিষাক্ত পালক
বারবার স্পর্শকাতরায়
তোমার কথা মনে করিয়ে দেয়
তার ভাসমান শরীরের
এক একটা কেশে
লুকিয়ে থাকা
হাজার স্মৃতির ভিড়
তোমাকে খোঁজার চেষ্টা.
নতুন করে তুলে নিই আবার....
ভেজা পালকের গা বেয়ে
ঝরে পরে বিন্দু বিন্দু স্মৃতি
আর তৈরি হয় লাল মাকঁড়শার জাল
আগের মত একই ভাবে I