অদৃশ্য পৃথিবীতে ব্যাথা
ছিটিয়ে ছিলাম।
মনটা একটু একটু করে
অস্থির হল
রক্তঅঙ্গে জড়িয়ে
নীল স্বপ্নের মাঝে তুমি
লুকিয়ে থাকা আবর্জনা
নিঃসঙ্গ দুঃখে
তোমার কল্পনাকে
খুজে পাবেনা
তবু প্রশ্ন প্রতিশ্রুতির
তপ্ত হাওয়ায় নিষ্ঠুর বাক্সবন্দীতে
তুমিদুর্ঘটনা ঘটাবেই............