কতদিন দেখিনি তোমায় ।
মোবাইলের সব ছবিগুলো
ডিলিট হয়েগেছে ।
নতুন ফোন ,মেমোরি -
ছিলোনা আগের টাতে ।
খুব দেখতে ইচ্ছে করছে তোমায় ।
জানিনা কেন !
আজও কি হাসলে -
তোমার গালে টোল পরে ?
খুব জানতে ইচ্ছে করছে জানো ?
দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল ,
কলেজের পাস দিয়ে যাই মাঝে মাঝে
বাজারটাতো ওই দিক দিয়েই শর্টকার্ট ।
চোখ পড়ে কলেজের ভেতরের গাছটায় ।
যেই বেদিতে হয়তো ঘুন ধরছে
আমাদের পেছনের পুরনো স্মৃতির ।
দেখি আজ ওই খানেই সবাই বসে-
আমাদের মতো ।
সবই একই আছে জানো
শুধু মুখ গুলো পরিবর্তণশীল ।।