যখন সবাই আস্তে আস্তে
আমার হাত ছেড়ে দেয়,
তখন মনে এক
তাচ্ছিল্যোর হাসি হেসে-
নিজের পিঠ চাপরাই l
দু-ভ্রু ঊর্ধে আর মাথা নাড়িয়ে
প্রকাশ আমার ব্যর্থতা l
নিজের উপরে এখন আর
রাগ করিনা বরং বলি-
জন্ম নাওয়াটাকি দরকার ছিল?
নিজ প্রসংশায় আবার পঞ্চমুখ,
এবারও সাবাসি দেবার হাতটা-
আমার পকেটের ভেতর ll