রবাবের সুরে আবার
পচে যাওয়া বাম পকেটের
ভেতর তোর কল্পনা
উজ্জীবিত হল l
কিছু মূহুর্তের কবলে
আজ স্মৃতি...
বর্বরতায় কেঁদে ওঠে
বিমর্শ দেওয়ালের মুখ,
আর আমার গর্জে ওঠা
পাকস্থলীতে জমতে থাকে
নিকোটিনের দাগ..
তোর মনের গহীন চেতনে
আবার বেজে উঠল
স্বরলিপির উত্থান পতন l
আগের মত তোকে আর
কুরতে পারছিনা..