ওরা যদি শিক্ষিত হয়
ভাষণে হাত তালি দেবে কে ?
নিজের ভালো বুজতে শিখলে
মিছিলে রাস্তা ভরবে কে ?
মূর্খতাই আজ প্রধান অস্ত্র
মূর্খ করেই রাখো ।
আমাদের মতো বুঝতে শিখলে
চেয়ার ছেড়ে ভাগো ।।
ওরাই যদি চাকরি পায়
ভাতা আর ভিক্ষা নেবে কে ?
ওদের কর্মহীন না করলে
নির্ভরশীল হবে কে ?
উঠতে বললে উঠবে সবাই
বসতে বললে বসবে ।
ইডি রা সব যতই বলুক
এটাই খেলা চলবে ।।
খেলতে খেলতে পঞ্চাশ বছর
হাফ সেঞ্চুরির খেলা ।
পার্টি ফান্ড উঠছে ফুলে
পাড়ায় শিল্প মেলা ।
কর্ম চাই বলে সবাই
ভোট দিতে যায় নেচে
সঠিক দাম পেলে এরা
বাপ কেউ দেবে বেঁচে ll