আজও বাম পকেটের একটু নীচে
জ্বলছে মরণ দ্বীপ ।
সম্বল শুধু এটাই আছে
বার্থ পেনের নিপ ।
যৌবন আজ পুড়ছে আবার
পাথর মনের মতো ।
ডাস্টবিন তাই ডাকছে তাকে
ঠিক আগেরই মতো ।
বিন্দুতে তার সিন্ধু জমে
সান্ধ্য নদীর কুলে ।
শান্ত তবু তুফান ওঠে
চোখ ভিজে যায় জলে ।
হয় সে নারী অল্প বয়স
বাড়ছে স্বপ্ন তার ।
ভাঙছে যে কুল সপ্ন বেরি
সব মিথ্যে সমাচার ।
উঠছে বেড়ে কালো হাত গুলো
ধর্ষন রত সভায় ।
মোছে দুচোখ বদনাম ভয়ে ,যাদের
"নুন আনতে পান্তা ফুরায় " ।।