নদীর স্রতে কিছু চলার ছবি, ঠেলে ফেলে দেয়া ফের ফেরার ছবি, ফিরে আসে সেই নিরব ক্ষত ঘর ফেরার...। চাই না চাই না আর ফিরতে ঘরে, সমাজ শৃঙ্খলতা আজো বোরখা পরে, ফিরে আসে সেই আকাশ কালো হায়না রাজ।

রামের যুদ্ধ চলে মলাট পাতায়, রহিম রাবন মিশে একাকার তাই, সুস্থ বাতাসে মেশে বিচ্ছিন্নতার ধোঁয়া। তাই চাই না চাই না ফিরতে ঘরে, সমাজ শৃঙ্খলতা বোরখা পরে, খাঁচায় বন্দি হয়ে শেষের দিন গোনে স্বরাজ।

প্রদীপের আলো ছিল ভীষণ ভালো, মায়ের কোলেতে শোনা গল্প গুলো, কোথায় হারিয়ে গেল পাখির কুজন সন্ধার। চাইনা চাইনা আমি আকাশ জিততে, চাইনা চাইনা আমি নতুন শিখতে, কিশলয়ে পরুক ভোরের আলো আজ আবার ।

রঙিন কৃষ্ণচূড়া পাতায় পাতায়, পৃথিবী রাঙ্গাতে চায় রামধনু তাই, বৃষ্টির মনে ছিল একসাথে সাঁজ খেলার। আয়না ভাঙ্গছে কত গোপন কোনে, আয়না গড়ছে ফির নতুন মনে, নতুন সকাল ফিরবে জানি কাল আবার।