(রবি ঠাকুরকে ব্যাঙ্গ করে নয়। একটা মজার লেখনী মাত্র )
ভেঙে মোর 1000 টাকা দিয়ে যাবি কে আমারে,
ও বন্ধু আমার!
না পেয়ে 100 টাকা, পকেট ফাঁকা ,
দিন যে আমার কাটে না রে ॥
ভেঙে মোর 1000 টাকা দিয়ে যাবি কে আমারে,...
.
বুঝি গো নোট ভাঙ্গালো
বুঝি ওই কালো কালো
নোটেরা দেখা দিল রাস্তার ধারে
সমুখে 500 টাকা , 2000 টাকা ,
যেতে হবে ব্যাংক -দুয়ারে ।
ভেঙে মোর 1000 টাকা দিয়ে যাবি কে আমারে।
.
নেতাদের কালো টাকা ,
ফিউচার সবার ফাঁকা ।
এগরোল মোড়ার চাকরি পাবে পাড়ার মোড়ে ।
নতুনের দেখা পেতে , হবে যেতে ,
ব্যাংক , P.O.র দ্বারে দ্বারে ।
ভেঙে মোর 1000 টাকা দিয়ে যাবি কে আমারে।
.
দেশবাসী জনে জনে
রেডি উইথ ক্যামেরা ফোনে
নিউ নোটের সেলফি নেবে এক নাগাড়ে।
বুঝিবা ফুটেছে পদ্ম , সদ্য সদ্য ,
আ"মোদি"ত ব্রেনের তারে ।
ভেঙে মোর 1000 টাকা দিয়ে যাবি কে আমারে ।