অদৃশ্য পৃথিবীতে ব্যাথা
ছিটিয়ে ছিলাম।
মনটা একটু একটু করে
অস্থির হল l
রক্তঅঙ্গে জড়িয়ে
নীল স্বপ্নের মাঝে তুমি,
লুকিয়ে থাকা আবর্জনা
নিঃসঙ্গ দুঃখে-
তোমার কল্পনাকে
খুঁজে পাবেনা l
তবু প্রশ্ন প্রতিশ্রুতির l
তপ্ত হাওয়ায় নিষ্ঠুর বাক্সবন্দীতে,
তুমিদুর্ঘটনা ঘটাবেই............