জানিনা তোর কোনোকথা
কোথায় থাকিস আজকি শূন্যতা ।
তোর স্মিতি আজ খাঁচায়,
ক্যন্টিনে আজো তোর অপেক্ষা ।
নীল সামিয়ানা ধূসর স্মিতি,
কালো ধোঁয়া যাবে কেটে  তপ্ত ঝর্নায় ।।