মরছি না মরে গেছি l
নিজেই বুঝতে পারছিনা l
শুধু তলপেটে কিসের যেন যন্ত্রণায়,
ছটফট করে চলেছি l
দিন রাত্রিকে এক মনে হয়...
পাথর ও নাকি গলে যায় একদিন ,
আর তৈরী হয় জীবন্ত জীবাষ্ম l
বিশ্বাস আজ বিষাক্ত বিজ্ঞাপনে
শুধু বল প্রয়োগে....
প্রেম করে চলেছে ভিক্ষা l
আমার আজানা যন্ত্রণায়-
বৃষ্টি নামেছে l
বজ্রপাতে চিল্লিয়ে উঠেছে
আমার কণ্ঠস্বর l
সহ্য আজ অসহায় হয়ে
খুঁজে চলেছে শান্তনা l
বুকের বাঁ পাশটা -
নির্বাক মরুভূমির রূপ
নিয়ে চলেছে l
শুধু শোনা যাচ্ছে....
কান্নাচাপা বাতাসের শব্দ ll