আপাতত থাক ।
যখন নিঃশ্বাসে তোকে খুঁজব
তখন দেব আর্তনাদ ।
আর তখন তোর কথা ভেবে আবার
ভাসব আগুনের সমুদ্রে ।
তোকে ভেবে মরিয়া হয়ে পার হব পাহাড় ।
তার মাথায় উঠে চিত্কারে ডাকবো তোর নাম ধরে,
মেঘেদের স্পর্শে যদি আবার তোর দেখা পাই
তখন.......