দিনরাত ভেসে আসে ভালোবাসা ক্ষত
আশেপাশে ঝোপঝাড়ে দেখলাম যে কত
তোমার ঘরে অন্ধকারে কাঁদো তুমি বসে
একদিন তোমার মুখোশ যাবে খষে
খসে যাবে তোমার মুখোশ একদিন
মন কোষে জমে থাকে শুদু নিকোটিন
খসে যাবে ভালোবাসা নেশাতুর ঘুম
পচা দেহে জন্মায় শুধু মাশরুম ।।
এক মাস দুই মাস দশ মাস ধরে
শূন্যতা কামড়ায় মনো গহবরে ।
ধোয়ায় ধোয়ায় আজ চোখ হল ক্ষীন
তুমি হলে বেলুন আর আমি সেফটিপিন ।
উষ্ণ মনে নিল ঘর ড্রাগের প্যাকেটে ।
মিস কল জমে থাকা ফোনের মলাটে ।
ঝিমঝিম মাথা করে চোখে নেই ঘুম
তোমার হৃদয়ে আজ জমে মাশরুম ।।