সব শেষের পর ...
আবার নিকোটিনে বুক ভর্তি ।
যেখানে ছিল তোমার বাস,
অনেক সময় বুকের ভেতরে-
তোমাকে খোঁজার চেস্টা।
সেই কালো ধোঁয়ায় আপছা-
তোমায় খুঁজে পাওয়া যায়না ।
শেষ SMS ভালো থেকো ।
আজ রক্তের সমুদ্রে
ভালো থাকার অভিনয়ে
তোমাকে মনে করি ।
হয়তোবা মাঝরাতেও ।।