ব্যাস্ত সময় নাড়ছে কাঠি
সমাপ্ত যৌবন ।
কোলাহল আজ উঠেছে জেগে
লাভের বিজ্ঞাপন ।
দলাদলির টানাপোড়েনে
মৃত্যু নিজের ভাই ।
তাইতো বলে -
"কতই রঙ্গ দেখবো দুনিয়ায় " ।।
মরছে মানুষ মরচে পরে
ডাসবিন যার সঙ্গী ।
উল্টো ঠোঁটে আম্বাসাডার
রুমাল নাকে ভঙ্গি ।
সত্য বটে দুটি জাতি
ধনী গরীব মিলে ।
হচ্ছে মিলন রাস্তা পাশে
ভোটের ইস্কুলেতে ।
এখন সময় জোর হাতে তার
শুধুই ভোট চাই ।
তাই তো বলি -
" কতই রঙ্গ দেখব দুনিয়ায় " ।।