কিভাবে মন -
শব্দ দূষণ ,
ভিড় ইমারতের গায়ে ।
ধানেতে ধ্যান
স্তব্ধ শ্মশান ,
আলতা মেঘের পায়ে ।
জীবনে প্রেম
শুধু নয় গেম ,
ভাসছে শুধুই ভাসছে ।
প্রেমেতে মন
হয়ে শাসন ,
শুধু কুঁড়ে কুঁড়ে মরছে ।
শুধু পুড়ছে আর পুড়ছে
স্মৃতি খুটে খাচ্ছে ।
জীবন বেহিসেবি -
সব ঘড়ির কাঁটার ছুটছে ।
শুধু ছুটছে আর ছুটছে
স্মৃতি পুড়ে মরছে ।
জীবন ধারাপাতে
সব দুমড়ে মুষড়ে পড়ছে ।
কিভাবে .........