কিছু পিছুটান,
কিছু সময়ের গান l
কিছু ডায়ারীর পাতায়-
কিছু শুকনো গোলাপ ,
থাক পড়ে থাক ll
কিছু স্মৃতি আঁচল,
কিছু বেঁচে থাকা l
কিছু ঝলসান রুটি,
থাক পড়ে থাক ll
কিছু মায়াবি কান্না,
কিছু আকাশের গায় l
কিছু কান্নাচাপা রাত,
থাক পড়ে থাক ll
কিছু পলাতক দিন,
কিছু পুরোনো ন্যপথলিন l
কিছু সময়ের চাপে..
কিছু বাস্তবতা ,
থাক পড়ে থাক ll
কিছু পড়ে থাকা,
কিছু মাটির গন্ধ l
কিছু যাযাবর সময়,
কিছুটা উষ্ণতা -
চায়ের কাপে l
থাক পড়ে থাক ll